• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে ‘ব্যারিস্টার’ শব্দ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৩, ০৮:৩৮ পিএম
বাংলাদেশে ‘ব্যারিস্টার’ শব্দ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

ঢাকা: বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্রের আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন সচিব ও বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।

নোটিশের ৩০ দিনের মধ্যে ব্যারিস্টার শব্দ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবী। ব্যত্যয় হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান তিনি।

নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন ‘দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’ অনুযায়ী বাংলাদেশে যারা আইনজীবী তাদেরকে ‘অ্যাডভোকেট’ নামে অভিহিত করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাদের আইনজীবীদের বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ইংল্যান্ডে আইন পেশার নিয়োজিতদের ‘ব্যারিস্টার’, আমেরিকাতে ‘অ্যাটর্নি ইন ল’, চীনে ‘লুশি’ এবং জাপানে আইনজীবীদের ‘বেঙ্গোশি’ বলা হয়। বাংলাদেশে আইনজীবীদের একমাত্র পেশাগত উপাধী হলো ‘অ্যাডভোকেট’।

এতে বলা হয়, বাংলাদেশের ভূখণ্ডে ‘অ্যাডভোকেট’ শব্দ ছাড়া বিদেশি কোনো রাষ্ট্রের আইন পেশার টাইটেল ব্যবহার করা বৈধ নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিদেশি এবং সাবেক ঔপনিবেশিক রাষ্ট্র ইংল্যান্ডের আইনজীবীদের টাইটেল ‘ব্যারিস্টার’ ব্যাবহার করা হচ্ছে যা পুরোপুরি অবৈধ। এ শব্দ ব্যবহারের ফলে বাংলাদেশের আইন পেশার বৈধ টাইটেল ‘অ্যাডভোকেট’ শব্দটি অবমূল্যায়িত হচ্ছে। এর ফলে বিচার প্রার্থীরা ‘ব্যারিস্টার’ ও ‘অ্যাডভোকেট’ শব্দের মধ্যে বিভ্রান্তিতে পড়ছেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ এখন আর ব্রিটিশদের উপনিবেশ নয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের আইন অনুযায়ী, আইনজীবীদের একমাত্র বৈধ পেশাগত টাইটেল হলো ‘অ্যাডভোকেট’। তাই অবিলম্বে বিদেশি রাষ্ট্র ইংল্যান্ডের আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দের ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া বাংলাদেশে 'অ্যাডভোকেট’ হতে গেলে দেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকা বাধ্যতামূলক করতে হবে।

সেনালীনিউজ/আইএ

Wordbridge School

আরও পড়ুন