জাল ভোটে সহায়তায় সহকারী প্রিসাইডিং আটক, সংঘর্ষে আহত ৮

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৯:২৬ পিএম
জাল ভোটে সহায়তায় সহকারী প্রিসাইডিং আটক, সংঘর্ষে আহত ৮

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বৃষ্টির কারণে শুরু থেকেই ভোটার উপস্থিতি কম ছিল। বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোট শুরু হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত অধিকাংশ ভোটকেন্দ্রেই ভোটার উপস্থিতি দেখা যায়নি। 

এদিকে জাল ভোটে সহায়তা করায় কমলনগরের একটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক হয়েছেন। এ ছাড়া রামগতি ও কমলনগরের দুটি কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। 

জানা গেছে, কমলনগরের চরজাঙ্গালিয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসানকে জাল ভোটে সহায়তা করার অভিযোগে আটক করা হয়। তিনি কমলনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা। বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

এদিকে রামগতি উপজেলার পূর্ব চর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে জাল ভোটে সহায়তা করার অভিযোগ উঠেছে। একই উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। কাপ-পিরিচের প্রার্থী শরাফ উদ্দিন আজাদ ও দোয়াত-কলমের প্রার্থী আবদুল ওয়াহেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের শতাধিক সমর্থক ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের সমর্থকরা গা ঢাকা দেয়। 

এছাড়া কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় একজন গুরতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে নাম-পরিচয় পাওয়া যায়নি।

রামগতির মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস বলেন, মেহেদীর বিরুদ্ধে তার কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাল ভোটে সহায়তার অভিযোগটি কমিশনকে জানিয়েছেন। এতে তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

এমএস

Link copied!