ফাইল ছবি
রংপুর: রংপুর জেলা স্কুল অডিটরিয়াম হলে শনিবার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রংপুর অঞ্চলের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রমের বিকল্প নেই।
শহিদুল ইসলাম বলেন, “একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের দিকে নজর দিতে হবে। অভিভাবকরা এখন অনেক সচেতন, আর লক্ষ্য যদি অটুট থাকে, সফলতা আসবেই। শিক্ষার্থীরা আজকের শ্রমের বিনিময়ে আগামীতে ফল পাবে।”
প্রধান অতিথি আরও বলেন, “ছাত্রছাত্রীরা সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে না যাওয়া, কোথায় যায়, কার সাথে মিশে এগুলো খেয়াল রাখবে। সুশিক্ষার কোন বিকল্প নেই। তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।”
সম্মানিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের মিথিলা বলেন, “অনেক পরিশ্রম ও সাধনার পর আজকে পুরস্কার ও সনদ পেলাম। জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার লক্ষ্য রাখছি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।”
সৈয়দপুর বিজ্ঞান কলেজের মোহাম্মদ রাইয়ান রাহাত বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহে রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী হতে পেরে খুব খুশি। ভবিষ্যতে দেশ ও মানুষের সেবা করতে চাই।”
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আমির আলী সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক আনোয়ার পারভেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগ্রেডিয়ার জেনারেল আহসানুল করিব, রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্কুল ও কলেজের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :