ছবি : প্রতিনিধি
নাটোর: নাটোরে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি ও যুবদলের ওয়ার্ড সভাপতি সহ ১২ নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০জানুয়ারি) উপজেলার পিপরুল ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কার্যালয়ে অনুষ্ঠানিকভাব তারা জামায়াতে যোগ দেন।
সদ্য যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুবেলসহ ১২ নেতা কর্মী নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর হাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন।
সদ্য যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশে ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।
তারা আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও অঙ্গীকার করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, নাটোর -২ সদর আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক ড. মো. জিয়াউল হক জিয়া, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি বর্তমান জামায়াত কর্মী অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারী আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পিএস
আপনার মতামত লিখুন :