নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ১২:৩১ পিএম
নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

নিহত সেনা সদস্য নাসিম

ময়মনসিংহ : রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে সেনা সদস্য মো. নাসিমের (১৯) নিহত  হয়েছেন।  নাসিমের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার তারাটি পূর্বপাড়ায়। তিনি ওই এলাকার কৃষক বিল্লাল হোসেনের ছেলে। এদিকে নাসিমের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরিবারে চলছে শোকের মাতম।

নাসিমের সহপাঠী মারুফ তাঁর পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার দুপুর ১২টার দিকে নাসিমের মরদেহ নিয়ে আসা হবে। পরে তারাটি পূর্বপাড়া প্রাইমারি স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রবিবার সকালে রাঙামাটির রাজস্থলী সেনা ক্যাম্প থেকে চার কিলোমিটার দূরে পোয়াইতুখুম নামক স্থানে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে ঘটনা ঘটে। গুলিবর্ষণের পর সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে। এ সময় নাসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনালীনিউজ/এএস

Link copied!