ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের দাবিতে বিক্ষোভ

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০২:৩৬ পিএম
ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের দাবিতে বিক্ষোভ

নড়াইল : নড়াইলের বিভিন্ন সড়কে নির্বিঘ্নে ইজিবাইক, ইজিভ্যানসহ তিন চাকার যানবাহন চলাচলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন ইজিবাইক শ্রমিক সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট নজরুল ইসলাম, সভাপতি নায়েব আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

বক্তারা বলেন, নড়াইল-লোহাগড়া, নড়াইল-কালিয়া, নড়াইল-মাইজপাড়া, নড়াইল-গোবরা সড়কসহ বিভিন্ন সড়কে ইজিবাইকসহ তিনচাকার যানবাহন চলাচল করতে দিতে হবে। তা না হলে গরিব শ্রমিকদের আয়ের কোনো উপায় থাকবে না।  বেশির ভাগ শ্রমিক ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা অর্জন করেন।  অনেকে ঋণের টাকায় ইজিবাইক কিনেছেন।  তাই সবাইকে নির্বিঘ্নে ইজিবাইকসহ তিনচাকার যানবাহন চলাচল করতে দিতে হবে।  অন্যথায় ১ ডিসেম্বর আবার রাস্তায় নামবে চালকেরা। 

সোনালীনিউজ/এফকে/এএস

Link copied!