সীমান্ত হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৪:০৪ পিএম
সীমান্ত হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী: সীমান্তে অব্যাহত হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদী কর্মসূচিতে ভারতকে সীমান্তে হত্যার জন্য ক্ষমা চাওয়ার আহবান জানানো এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান বক্তারা।

এরপর আবারও সীমান্তে হত্যা হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন তারা।

এসময় প্রতিবাদী কর্মসূচি উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুর হোসেন, প্রবীণ সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি আসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদ নকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সোনালীনিউজ/এসএস/এসআই

Link copied!