বৈদিশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সভা অনুষ্ঠিত

  • নোয়াখালী প্রতিনিধি    | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৩:৫৬ পিএম
বৈদিশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা সভা অনুষ্ঠিত

নোয়াখালী: বৈদিশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারণা, প্রেসব্রিফ্রিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার (১৯ জানুয়ারি) সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ানে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারণা, প্রেসব্রিফ্রিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

সেনবাগ উপজেলা নিবাহী  অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছরুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনামূলক প্রেসব্রিফ্রিংয়ে মুল প্রবন্ধ উপস্থাপর করেন নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি'র) অধ্যক্ষ মাহতাব উদ্দিন,  সেনবাগ  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, সেনবাগ থানার অফিসার ইনচাজ (ওসি)মোঃ আবদুল বাতেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু,  রেজিয়া আক্তার বকুল, সেনবাগ ফাযিল মাদরাসার অধ্যক্ষ আমিরুজ্জামান, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মাষ্টার আবুল বাশার, সাংবাদিক আবদুল আউয়া, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। 

সোনালীনিউজ/জেএ/এসআই

Link copied!