করোনা সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ, একজনের মৃত্যু

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ১১:৩১ এএম
করোনা সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ, একজনের মৃত্যু

নেত্রকোনা : নেত্রকোণার পূর্বধলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কিছমত বারেঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রমজান (৪০) ও খলিশাউড় ইউনিয়নের মনারকান্দা গ্রামের তারেক মিয়ার (৪৮) নমুনা সংগ্রহ করা হয়েছে।

তাদের মধ্যে রমজান আলী করোনার উপসর্গ নিয়ে সোমবার (৬ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় দিকে মারা গেছেন। সন্দেহভাজন ব্যক্তিদের প্রায় ১ সপ্তাহ ধরে কাশি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট ছিল।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কনক প্রভা নন্দী, ডা. ওয়াহীদুর রহমান মামুন ও ল্যাব মেডিকেল টেকনোলজিষ্ট খায়রুল ইসলামের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করে। বর্তমানে উপজেলা প্রশাসন নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বাড়িঘর লকডাউন অবস্থায় আছে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!