শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত

  • মুন্সিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ০২:৩০ পিএম
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত

মুন্সিগঞ্জ : দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার বলে পরিচিত শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে প্রচন্ড স্রোত ও নব্যতা সংকটে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। উভয় পাড়ে আটকা পরছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। এসবের মধ্যে পণ্যবাহী ট্রাক, কাভাটভ্যান ও ছোট যানবাহনের সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার সাফায়েত হোসেন জানান, গেলো কদিন ধরেই পদ্মায় উজান থেকে পাহাড়ী ঢল আসায় নদীতে প্রচন্ড স্রোতের সৃষ্ঠি হচ্ছে ,যার ফলে রাতের বেলায় ফেরী চলাচল করা খুবি কঠিন। তবে রাতের বেলায় হাতেগোনা কয়েকটি ফেরী দিয়ে কোন রকমের এ নৌ-রুটটি চালু রেখেছি।তাছাড়া ফেরী পারাপারে আগের তুলনায় দুই থেকে তিনগুন সময় বেশি লাগছে। 

বর্তমানে ২টি রোরো, ৪টি ড্রাম, ৪টি কেটাইপ ও ২টি ছোটসহ মোট ১২টি ফেরি চলাচল করছে এ নৌ-রুটে। অপরদিকে যাত্রী পারাপারের জন্য এ নৌ-রুটে ৮৭টি লঞ্চ ও প্রায় ৩ শতাধিক সি-বোট চলাচল করলেও এ নৌ-রুটের লঞ্চগুলোতে করোনাকালীন সময়ও অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে।

সোনালীনিউজ/এমএ/এএস

Link copied!