রামপাল কলেজে প্রশাসনের নির্বাচনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০, ০৩:৫১ পিএম
রামপাল কলেজে প্রশাসনের নির্বাচনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ: পুন: তফসিল বা প্রার্থীদের কোন রকমের চিঠি ইস্যু না করেই এক পক্ষকে জিতাতে মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজের দাতা প্রতিনিধি সদস্য নির্বাচন করা হচ্ছে বলে বুধবার (৪ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাতা প্রতিনিধি সদস্য প্রাথী হাজ্বি মাহবুবুল হক।

তিনি বলেন, এর আগে তফসিল ঘোষণা করে ২৪ মার্চ নির্বাচনের নির্ধারণ করা হলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। পুন:তফসিল বা কোন রকমের চিঠি ইস্যু না করে স্বল্প সময়ের ব্যবধান রেখে মৌখিক ভাবে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং কলেজের সভাপতি জেলা প্রশাসকের স্বরনাপন্ন হয়েও এমনকি জেলা প্রশাসকের কাছে বিষয়টি অবহিত করে চিঠি দিয়েও কোন প্রকার সমাধান পায়নি বলে অভিযোগ করে মাহবুবুল বলেন বুধবার (৪ নভেম্বর) নির্বাচন তিনি বয়কট করেছেন। 

তিনি আরো বলেন, নিয়মের কোন তোয়াক্কা না করে একজন প্রার্থী নিয়েই নির্বাচন করা হচ্ছে। যা কেবল অধ্যক্ষের স্বার্থ হাসিলের কৌশল বলে জানান মাহবুব।

সোনালীনিউজ/এমএস/এসআই

Link copied!