গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০৮:৫৫ পিএম
গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

সংগৃহীত ছবি

গাইবান্ধা: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা সদরে এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এসময় চারটি গাড়ি ভাঙচুর ও একটি লেগুনাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি বর্ষণ করে র‍্যাব-পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, ভোট গণনা শেষে কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে গাইবান্ধা নির্বাচন অফিসে ব্যালট পেপার নিয়ে যেতে চায় প্রশাসন। পরে অনেক অনুরোধ করা হলেও তারা কেন্দ্রে ফল ঘোষণা করতে চায়নি। এরই একপর্যায়ে ব্যালট পেপার নিয়ে যেতে চাইলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

সোনালীনিউজ/আইএ

Link copied!