১১ ঘণ্টা পর সিলেট-ঢাকা ট্রেন চলাচল শুরু

  • মৌলভীবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ০৪:০৫ পিএম
১১ ঘণ্টা পর সিলেট-ঢাকা ট্রেন চলাচল শুরু

প্রায় ১১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।শনিবার (৪ জুন) দুপুর ১২ টায় দেবে যাওয়া রেল সেতুর খুঁটি মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (৩ জুন) রাত ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেল সেতুটির একটি খুঁটি বৃষ্টির পানিতে দেবে গেলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কবির আহমদ জানান, খুঁটিটি দেবে যাওয়ার পর ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, উদয়ন, কালনীসহ সকল মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এরপর রাত থেকে মেরামতের কাজ শুরু হয়। প্রায় ১১ ঘণ্টা পর সেতুটি চলাচলের উপযুক্ত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Link copied!