কার্ভাডভ্যান ভর্তি কাপড় জব্দ, আটক ৩

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ০৬:৩৯ পিএম
কার্ভাডভ্যান ভর্তি কাপড় জব্দ, আটক ৩

চট্টগ্রামের বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে কার্ভাড ভ্যানভর্তি প্রায় ৫০ লাখ টাকার কাপড় জব্দ করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এসব কাপড়সহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নগরীর টেরি বাজারের পাইকারী কাপড় ব্যবসায়ি ও শাহ আমানত ট্রেডার্সের মালিক মোহাম্মদ রাসেদ (৩৬), ব্রোকার মোহাম্মদ ফারুক (৩৩) ও কার্ভাডভ্যান চালক মোহাম্মদ ইয়াছিন (১৮)।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি মুহাম্মদ মহসীন বলেন, সকালে গোপন খবরের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি কার্ভাডভ্যান আটক করা হয়। এর ভিতর থেকে উদ্ধার করা হয়েছে শার্ট ও গেঞ্জি তৈরির ১১৮ রোল (৪ হাজার ৮শ ৭১ গজ) কাপড়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, শুল্কমুক্ত কাপড় আমদানির সুবিধা নিয়ে কতিপয় আমদানিকারক বিদেশ থেকে এ সব কাপড় এনে দেশে খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ কাপড়গুলো জব্দ এবং উল্লেখিত ৩ জনকে আটক করেছি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Link copied!