সেনবাগে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০১:০২ পিএম
সেনবাগে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড লুদুয়া-কলাবড়িয়া ওয়ার্ডের উপনির্বাচনে ভোট দিতে এসে মোঃ খোরশেদ আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

নিহত খোরশেদ আলমের বাড়ি লুদুয়া দক্ষিণ পাড়া জুলফিকার সাহেবে বাড়ির আবদুল কাদেরের ছেলে। সস্প্রতি ১নং ওয়ার্ড মেম্বার মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। রোববার (২৮ফেব্রুয়ারি) ওই উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে।

সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ওই নির্বাচনে ৫ জন প্রাথী প্রতিদ্বদ্বীতা করছে। এখানে মোট ভোটার ২৮১৩ জন। এর মধ্যে পুরুষ ১৪১৭ জন ও মহিলা ভোটার ১৩৯৫ জন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষায় একজন নিবাহী ম্যাজিস্ট্রেট,২৩ জন পুলিশ,১৬ জন র‌্যাব,২৫ জন আনছার সদস্য দায়িত্ব পালন করছে।

সোনালীনিউজ/জেএ/এসআই

Link copied!