টেকনাফে ১০ দিনের লকডাউন ঘোষণা

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২১, ০৮:৪০ এএম
টেকনাফে ১০ দিনের লকডাউন ঘোষণা

কক্সবাজার: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আরও দশ দিন ফের বিধিনিষেধ বা ‘লকডাউন’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ‘কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে আবারেও ১০ দিনের (২১ মে থেকে ৩০ মে) জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ উপজেলায় শুক্রবার সকাল থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিং করা হচ্ছে।

তিনি বলেন, লকডাউন সময়ে টেকনাফ থেকে কোনও লোক বাইরে এবং বাইরে থেকে কেউ ভেতর প্রবেশ করতে পারবে না। শুধু ওষুধের দোকান ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত হাট বাজার ও দোকানপাট খোলা থাকবে। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকবে।

সোনালীনিউজ/এইচএন

Link copied!