পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বাহুবলে ১৪৪ ধারা জারি

  • হবিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:০৫ পিএম
পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বাহুবলে ১৪৪ ধারা জারি

ঢাকা : ছাত্রলীগ ও উপজেলা চেয়ারম্যানের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য এই ১৪৪ ধারা জারি করা হয়।

জানা যায়, সম্প্রতি বাহবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শনিবার বাহুবল বাজারে প্রতিবাদ সভা ডাকে চেয়ারম্যানের অনুসারীরা।

এদিকে একই সময়ে একই স্থানে অপর একটি সভা ডাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে উভয় পক্ষের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসন ঝামেলা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে।

সোনালীনিউজ/এনএন

Link copied!