হালদায় ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৩:১৮ পিএম
হালদায় ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ

ফাইল ফটো

চট্টগ্রাম : চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। সোমবার (১৬ মে) ভোরে নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে মদুনাঘাট রামদাশ মুন্সিরহাট পর্যন্ত এলাকায় ডিম ছাড়ে মা মাছ।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, চলতি বছরের প্রথমবারের মতো হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ জাতীয় মাছ ডিম ছেড়েছে। তবে ডিমের পরিমাণ কম। এটাকে তিনি নমুনা ডিম বলেও আখ্যা দিচ্ছেন। দুপুর ২টার দিকে হালদা নদীতে জোয়ার আসতে পারে। তখন ডিম ছাড়ার পরিমাণ বাড়তে পারে।

এদিকে ভোর থেকে হালদা নদীতে ডিম সংগ্রহের জন্য নৌকাসহ বিভিন্ন উপকরণ নিয়ে অপেক্ষা করছেন সংগ্রহকারীরা। একেকজন সংগ্রহকারী ২০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত ডিম পেয়েছেন। ডিম সংগ্রহকারীরা যাতে মা মাছ ধরতে না পারে সেজন্য নদীর পাড়ে সতর্ক আছে নৌ পুলিশ।

সোনালীনিউজ/এনএন

Link copied!