কারাগার মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন্নেছা

  • গাজীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০১৬, ০৫:৪২ পিএম
কারাগার মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন্নেছা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (১৯ জুলাই) ওয়াহিদুন্নেছা নামে এক শতবর্ষী নারী বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। তিনি চাঁদপুরের মতলব এলাকার সালামত প্রধানিয়ার স্ত্রী।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে ওয়াহিদুন্নেছাকে মুক্তি দেয়া হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, একটি খুনের মামলায় ওই নারীকে ২০০০ সালের ১৪ মে চাঁদপুরের আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাঁকে ২০০৭ সালের ২৩ নভেম্বর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

তিনি আরও বলেন, গত ২৬ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় যেসব বন্দী বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন এমন বন্দীদের একটি তালিকা প্রধান বিচারপতিকে দেয়া হয়। প্রধান বিচারপতি কিছু বন্দীর সঙ্গে কথাও বলেন। পরে প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে শতবর্ষী এই নারী বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ওই বন্দীকে মুক্তি দেয়া হয়। 

এ সময় তাঁর ছেলেমেয়েসহ আত্মীয়স্বজনেরা কারা ফটকে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!