জাহিদ হাসান
নাটোর: বাবার সঙ্গে পঞ্চগড়ে আহমদিয়া অনুসারিদের (কাদিয়ানী) তিনদিনের বার্ষিক জলসায় যান প্রকৌশলী জাহিদ হাসান। জালসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে মুসল্লিরা। এসময় পুলিশ তাদের মিছিলে বাধা দিলে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে আহমদিয়া সম্প্রদায়ের জাহিদ হাসান নিহত হন।
শুক্রবার (৩ মার্চ) রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
নিহত প্রকৌশলী জাহিদ হাসান (২২) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাছুটিয়া গ্রামে আবু বক্কারে ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে আহমদিয়া অনুসারিদের (কাদিয়ানী) তিনদিনের বার্ষিক জলসায় বাবার সঙ্গে যান প্রকৌশলী জাহিদ হাসান। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর মুসল্লিরা কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে পড়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন মুসল্লিরা। পরে পুলিশ টিয়াসেল নিক্ষেপ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।
উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি ও র্যাব। সেখানে তারা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আহমদিয়া সম্প্রদায়ের জাহিদ হাসানসহ দুজন নিহত হন। এসময় মুসল্লিদের ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়।
সোনালীনিউজ/এজে/এসআই
আপনার মতামত লিখুন :