কক্সবাজারে ট্রলার ডুবিতে নিখোঁজ ৬ জনের লাশ উদ্ধার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৬, ১০:২৫ পিএম
কক্সবাজারে ট্রলার ডুবিতে নিখোঁজ ৬ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় ট্রলার ডুবিতে নিখোঁজ সাত জেলের মধ্যে ছয় জনের লাশ পাওয়া গেছে। রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় নাজিরার টেক এলাকা থেকে স্থানীয়রা ওিই জেলের লাশ উদ্ধার করে বলে সদর থানার এসআই মো.  আব্দুর রহিম জানান।

উদ্ধারকৃত লাশের মধ্যে খুরুশকূল ইউনিয়নের দক্ষিণ রাস্তার পাড়া এলাকার আকতার আহমদের ছেলে মোহাম্মদ তারেক (৩০) ও কাউয়ার পাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে রহমত উল্লাহর (৪০) পরিচয় পাওয়া গেছে।

তবে জেলেদের সবার বাড়ি খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম জনি। ডুবে যাওয়া ট্রলারটি মালিক ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার আবু তাহের।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রহিম বলেন, রোববার (২১ আগস্ট) ভোররাতে সাত জেলে আবু তাহেরের ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশে সাগরে বের হয়। ট্রলারটি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাত জেলেসহ ডুবে যায়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন। 

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!