যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:৪০ পিএম
যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ছবি প্রতিনিধি

যশোর: যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের পক্ষে শহিদুল ইসলাম মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, শহর যুবলীগ, জেলা যুব মহিলা লীগ, সদর উপজেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও সদর উপজেলা শ্রমিক লীগ, জেলা কৃষক লীগ, সৈনিক লীগ,কমিউনিস্ট পার্টি জেলা কমিটি, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটি, জেলা জাগপা, জেলা ছাত্রলীগ, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, জেলা নির্মাণ শ্রমিক লীগ, রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জেলা যুব মৈত্রী, জাকের পার্টি, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী মুক্তিযোদ্ধ পরিষদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পানি উন্নয়ন বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর, পাসপোর্ট অফিস, জেলা শিক্ষা অফিস, সদর উপজেলা শিক্ষা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, সিআইডি বিশেষ পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর, সেটেলমেন্ট অফিস, গণ অধিকার পরিষদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রেলওয়ে, বিএডিসি, বিআরটিএ, বিআরটিসি, বিটিসিএল, পল্লী বিদ্যুত, মৎস্য অফিস, ওজোপাডিকো, পিটিআই, আরডিআরএস, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, কেন্দ্রীয় কারাগার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কৃষি বিপণন অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকদ্রব্য, নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-৮, জেলা ঔষধ প্রশাসন, ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিনান্স অফিস, কৃষিবিদ ইনস্টিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সকল সাংস্কৃতিক সংগঠন।

প্রেসক্লাব যশোর, দৈনিক স্পন্দন পরিবার, গ্রামের কাগজ পরিবার, রানার পরিবার, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীন আলো পরিবার, পল্লীর কাগজ পরিবার, বাংলার ভোর। সরকারি মহিলা কলেজ, যশোর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, এমএসটিপি স্কুল এন্ড কলেজ, ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল, জেলা কিন্ডার গার্টেন স্কুল অ্যাসোসিয়েশন, এস.এম সুলতান ফাইন আর্ট কলেজ, গ্রীণ ল্যাবরেটরি স্কুল, নবকিশলয় স্কুল, টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ, বর্ণমালা বিদ্যাপীঠ ও গ্রীণ ল্যাব স্কুল এন্ড কলেজ।

ওয়াইএ
 

Link copied!