চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারভর্তি কাভার্ড ভ্যান আটক

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৬, ০৭:১১ পিএম
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারভর্তি কাভার্ড ভ্যান আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বিক্রির সময় ১৪১টি গ্যাস সিলিন্ডারভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সৈয়দবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব গ্যাস সিলিন্ডার আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম জানান, অবৈধভাবে গ্যাস বিক্রি করা হচ্ছে- এমন সংবাদে সৈয়দবাড়ী এলাকায় অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রির উদ্দেশে অপেক্ষায় থাকা গ্যাস সিলিন্ডারভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ কাভার্ড ভ্যানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, জব্দ করা গ্যাস সিলিন্ডারগুলো ধ্বংস করার জন্য কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!