রাঙামাটিতে ভবন ধসে নিহত ৩

  • রাঙামাটি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৬, ০৭:৪০ পিএম
রাঙামাটিতে ভবন ধসে নিহত ৩

রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে একটি দোতলা ভবন ধসে কাপ্তাই হ্রদে পড়ে অন্তত তিন নিহত হয়েছে। এতে ওই ভবনের অন্তত চারটি পরিবারের ১০ জন সদস্য আটকা পড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় দুটি পরিবারের দুই নারী, দুই পুরুষ ও এক কিশোরীকে বের করে এনেছে। আরো অন্তত ছয়জন ওই ভবনে আটকে আছে বলে দাবি করেছে তাদের স্বজনরা।  উদ্ধারকৃতদের মধ্যে অন্তত দুজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলো- জাহিদ ও পিংকি এবং উম্মে হাবিবা। 

স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৫টায় মহিলা কলেজ সড়কের হ্রদের পাড়ে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামের এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিটের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এ সময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকা পড়ে। পাশের একটি নারকেলগাছের কারণে ভবনের দ্বিতীয় তলা তলিয়ে যেতে বেশ সময় নিচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অন্ধকার হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল।

ঘটনাস্থলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান উপস্থিত থেকে উদ্ধার প্রক্রিয়া তদারকি করছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Link copied!