উন্নতির দিকে খাদিজার শারীরিক অবস্থা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৬, ০৩:১৩ পিএম
উন্নতির দিকে খাদিজার শারীরিক অবস্থা

সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা ধীরে- ধীরে উন্নতি হচ্ছে।

আজ স্কয়ার হাসপাতাল থেকে নার্গিসের চাচা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখে গেছেন। এসময় তিনি নার্গিসের শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে বলে জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে তার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এরপর আরও ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!