নারায়ণগঞ্জ: রূপগঞ্জে রুপসী কাঞ্চন সড়কের ভুলতা ইউনিয়নের মিঠাবো অনন্ত পেপার মিলের বয়লার রুমে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, গতকাল ২৭ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ৯টার সময় চট্টো মেট্রো-ট ১১-৪০১১ কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুৃঁটি ও অনন্ত পেপার মিলের বয়লার রুমের দেয়াল ভেঙে ফেলে।
ইউনুস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মহাব্যবস্থাপক ইমদাদুল হক সেলিম জানিয়েছেন। বয়লার রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথের স্পীড ব্রেকার ও দিকনির্দেশনা পিলার না থাকার কারণে প্রায়ই অনন্ত পেপার মিলে সড়ক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে অনন্ত পেপার মিলের সিকিউরিটি ডিডটি করা অবস্থায় আবুল কালাম নামে এক ব্যক্তি এনডিইএর রেডিমিক্স গাড়ির ধাক্কায় নিহত হয়েছে।
এআর
আপনার মতামত লিখুন :