সিরাজগঞ্জ: চলাচলের রাস্তা নিয়ে বিরোধে পূর্ব শত্রুতার জেরে সিরাজগঞ্জের তাড়াশে মো. সাইদুর রহমান (৬৫) নামের এক প্রবীণ কৃষককে পিঠিয়ে হত্যা করেছে বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমান (২৩) নামের তারই দুই প্রতিবেশি।
পিটিয়ে হত্যার শিকার সাইদুর রহমান ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। এ দিকে এ ঘটনার পর পরইবিক্ষুদ্ধ লোকজন হত্যাকারী বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে তাদের বাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সকল সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এ সময় বেল্লাল হোসেন ও আনিছুর রহমানসহ ওই পরিবারের লোকজন পালিয়ে যায়।
শুক্রবার বেলা তিনটা থেকে সোয়া চারটার মধ্যে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
হত্যাকারী ওই গ্রামের মো. বেল্লাল হোসেন মৃত আদম আলী ছেলে ও মো. আনিছুর রহমান বেল্লাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানিয়েছেন, এখনও ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জেনে জানাবো।
পুলিশ ও স্থানীয়রা জানান, চৌ-পাকিয়া গ্রামের প্রবীণ কৃষক মো. সাইদুররহমান ও প্রতিবেশি বেল্লাল হোসেন ও তার ছেলে মো. আনিছুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটি রাস্তা আছে। যা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত শত্রুতা ও বিরোধ চলে আসছিল।
আর শুক্রবার বেলা তিনটার দিকে সাইদুর রহমান নামাজ শেষে বাড়ি ফিরলে চলাচলের ওই রাস্তা নিয়ে কৃষক সাইদুর রহমানের সাথে প্রতিবেশি বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে বেল্লালের ছেলে আনিছুর ওই রাস্তার জায়গা তাদের দাবি করে তা দিয়ে চলাচল করতে সাইদুর রহমানকে নিষেধ করে। এতে সাইদুর রহমান প্রতিবাদ করলে রেগে দিয়ে লাঠি নিয়ে এসে বাবা ও ছেলে মিলে সাইদুর রহমানকে বেধড়ক পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে বিক্ষুদ্ধ লোকজন হত্যাকারী বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে তাদের বাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সকল সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
এ দিকে বিকাল সাড়ে ৫টা রিপোর্ট লেখাকালীন চৌ-পাকিয়াগ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছেন।
এআর
আপনার মতামত লিখুন :