পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আসামি

  • ফেনী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:৩৩ এএম
পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আসামি

ফেনী: ফুলগাজীর আমজাদহাটে নারী নির্যাতন মামলার আসামি ও আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী প্রকাশ জাল কবির নামে এক আসামি পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছে। এ সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।

পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কবির আহম্মদ হ্যান্ডকাফসহ পালিয়ে যান। ঘটনাস্থলে তার সহযোগী রাকিবসহ স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই

Link copied!