কাঁঠালিয়ায় সেচ্ছাশ্রমে সড়ক মেরামত করলেন যুবকরা

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:৫০ পিএম
কাঁঠালিয়ায় সেচ্ছাশ্রমে সড়ক মেরামত করলেন যুবকরা

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়কে বড় গর্তের কারণে রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেষপ্রান্তে বটতলা-আমুয়া হাসপাতাল সড়কে একটি বিশাল গর্ত তৈরি হয়। 

এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি রোগী পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে ভোগান্তি চরমে পৌঁছায়।

এ অবস্থায় বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে হেতালবুনিয়া ও আমুয়া এলাকার যুবসমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে নিজস্ব প্রচেষ্টায় সড়কটি মেরামতের কাজে নেমে পড়ে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে।

যুব সমাজের মিলন ঘরামি জানান, হাসপাতালের প্রধান সড়কে দীর্ঘদিন আগে গর্তটির সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনো দেখতে আসেনি বা মেরামতের উদ্যোগ নেননি। তাই আমরা যুব সমাজ নিজেরা উদ্যোগ নিয়ে সড়কটি মেরামত করেছি।

তবে এলাকাবাসী জানান, এ ধরনের সাময়িক মেরামত সমস্যার স্থায়ী সমাধান নয়। তারা দ্রুত টেকসইভাবে সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এআর

Link copied!