বিপন্ন সুন্দরবন: বিষ প্রয়োগে মাছ শিকার, ধরা পড়ল বনদস্যুরা

  • শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:৩৮ পিএম
বিপন্ন সুন্দরবন: বিষ প্রয়োগে মাছ শিকার, ধরা পড়ল বনদস্যুরা

খুলনা: সুন্দরবন থেকে কীটনাশকসহ জেলে নামধারী পাঁচ বনদস্যুকে আটক করেছে বনরক্ষীরা। রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরে জব্দ করা হয় ৭ বোতল রিপকর্ড কীটনাশক, ২টি নৌকা, ২টি জাল এবং বিষ প্রয়োগে ধরা প্রায় এক মণ চিংড়ি।

সন্ধ্যা ৬টার দিকে সুপতি স্টেশনের বনরক্ষীরা বেতমোর সাইড খালে অভিযান চালিয়ে খলিল, আলামীন ও জাহিদ নামে তিন জনকে আটক করে। তাদের কাছ থেকে দুই বোতল কীটনাশক, ৩৯ কেজি চিংড়ি এবং একটি খালপাটা জাল জব্দ করা হয়।

একই দিন বিকেলে শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বনের ২নম্বর কম্পার্টমেন্টের দুধমুখী ডলফিন অভয়ারণ্য এলাকার ভাইজোড়া খালে অভিযান চালিয়ে বাবুল হাওরাদার ও ইব্রাহীম বেপারীকে আটক করেন। এ সময় দলের আরও চার সদস্য পালিয়ে যায়। এদের কাছ থেকে পাঁচ বোতল কীটনাশক, দুটি নৌকা এবং একটি চরপাটা জাল জব্দ করা হয়। আটক পাঁচজনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা ও রায়েন্দা গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজউল করীম চৌধুরী জানান, আটক বনদস্যুদের বিরুদ্ধে বন আইনে মামলা দাখিল করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “বেপরোয় বিষদস্যুরা যাতে কোনোভাবেই অপতৎপরতা চালাতে না পারে সেজন্য সকল স্টেশন ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্নকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। ইদানীং বিষদস্যুদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিহত করতে এখন সামাজিক আন্দোলন প্রয়োজন।”

ডিএফও রেজাউল করীম চৌধুরী স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান, যাতে তারা বন সংলগ্ন এলাকায় বিষ প্রয়োগের ঘটনা নজরে আনতে সহযোগিতা করতে পারেন।

এসএইচ

Link copied!