দাবি মানলেন ডিসি, ১৫ দিনে পদক্ষেপ না হলে কঠোর আন্দোলন

  • সিলেট ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৬:০৫ পিএম
দাবি মানলেন ডিসি, ১৫ দিনে পদক্ষেপ না হলে কঠোর আন্দোলন

ছবি: প্রতিনিধি

সিলেটবাসী অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। 

রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে এক ঘণ্টা শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সমাবেশে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তারা সড়ক, রেল ও আকাশপথের উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সংকট নিরসন এবং সিলেটে দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদ জানায়।

আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট উদ্যোগ না দেখালে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সরকারের প্রধান উপদেষ্টাকে সিলেটে এসে পরিস্থিতি সরাসরি দেখার আহ্বান জানান।

দাবিগুলোতে উল্লেখ ছিল সিলেট-ঢাকা মহাসড়কের দুর্বল অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের বৈষম্য, আবাসিক ও অনাবাসিক গ্যাস সংযোগের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণসহ সিলেটের দীর্ঘদিনের অবহেলা। আরিফুল হক চৌধুরী দাবি করেন, খনিজসম্পদ উৎপাদন হয় সিলেটে, তাই এর সুবিধা সরাসরি সিলেটবাসীর কাছে পৌঁছানো জরুরি।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্মারকলিপি গ্রহণ করে বলেন, দাবিগুলো যৌক্তিক এবং ইতিমধ্যেই কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ভোগ কমাতে বিশেষ ট্রেন চালু এবং বিমান ভাড়ার অযৌক্তিক ব্যবধান নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। তিনি নিশ্চিত করেন, স্মারকলিপি দ্রুত সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে।

এসএইচ

Link copied!