ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরের সদর উপজেলায় এক সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া অভিযোগ করেছেন, একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না—এমন কথা যারা বলে, তারা বেঈমান ও মোনাফেক।’
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ মাদ্রাসা মাঠে মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়ের ভূঁইয়া বলেন, ‘একটি দল বলছে, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অথচ আবার প্রার্থীর পরিচয় দিয়ে দল বা মার্কার জন্য ভোট চাইছে। এটা স্পষ্ট দ্বিচারিতা। মুসলমানদের আবেগকে ব্যবহার করে যারা বেহেশতের টিকিট বিক্রি করতে চায়, তাদের আসল মুখ মানুষ চিনে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কথায় ও কাজে সব সময় এক। তিনি হাসিনা বা এরশাদের সঙ্গে কখনো আপস করেননি, জেল খেটেছেন। আমাদের দল বিএনপি কথার সঙ্গে কাজের মিল রাখে। আগামী দিনে দেশের মানুষের দায়-দায়িত্ব নেবেন তারেক রহমান।’
চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টুসহ স্থানীয় নেতারা।
এসএইচ
আপনার মতামত লিখুন :