জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা চারজনের মৃত্যু

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:১৭ পিএম
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা চারজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুর: জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচজন।

নিহতরা হলেন ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, কৃষক চাঁন মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্স শিক্ষার্থী আরিফা খাতুন এবং এক অজ্ঞাত পরিচয়ের নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরিফা খাতুন, চাঁন মিয়া ও অজ্ঞাত নারী মারা যান।

অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান আটক করেছেন, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসএইচ
 

Link copied!