ছবি: প্রতীকী
নাটোর সদরের হালসা বাজারে ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে হালসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালসা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মণ্ডলের মধ্যে ইজারার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে জাফর, পাপ্পু, পলাশ, মাহি ও বেলজু নামে পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘ইজারার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মোতায়েন রয়েছে।’
এসএইচ
আপনার মতামত লিখুন :