‘জনগণের ভোটাধিকার ফেরানোই নির্বাচনের লক্ষ্য’

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৮:১৬ পিএম
‘জনগণের ভোটাধিকার ফেরানোই নির্বাচনের লক্ষ্য’

ফাইল ছবি

ঝিনাইদহ: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। জনগণের সেই ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে আগামী নির্বাচনের লক্ষ্য।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি উল্লেখ করে অ্যার্টানি জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করা হলে তার ফল ভালো হবে না।

তিনি বলেন, এবারের নির্বাচন হবে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতি কায়েম করা।

পিএস

Link copied!