পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাতজন শিকারি আটক হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শরণখোলা স্মার্ট টিম–১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক শিকারিরা হলেন—বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা গ্রামের মৃত তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের মৃত আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের মৃত খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কান বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) এবং মোংলা উপজেলার জয়মনি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)।
অভিযানকালে বনবিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কনটেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মের রাস পূজা উপলক্ষে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারি চক্রটি বনে প্রবেশ করে। পরে গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে স্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।
ডিএফও রেজাউল করিম আরও জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার (২ নভেম্বর) দুপুরে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :