হেলমেট বাহিনী স্টাইল রাজনীতি নয়, ছাত্রবান্ধব পথেই এগোবে ছাত্রদল: এ্যানি

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:২৩ পিএম
হেলমেট বাহিনী স্টাইল রাজনীতি নয়, ছাত্রবান্ধব পথেই এগোবে ছাত্রদল: এ্যানি

ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে দেশের একটি ছাত্র রাজনৈতিক দল হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ছিল। তারা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে এবং ছাত্রদের কল্যাণে কখনোই কাজ করেনি। তবে জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতিক্রম; সাধারণ ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে ছাত্রদল রাজনীতি করে। হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার সুযোগ নেই, কারণ ছাত্রদলের অভিভাবক তারেক রহমান সবসময় তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন। এছাড়া, বর্তমান ছাত্র সমাজও হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ ছিল। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। শহীদ হয়েছেন ১৪৮ জন। ছাত্রদল শুধু জুলাই আন্দোলনে নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলনে রাজপথে ছিল। ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তারা ছিল। ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে তারা ছিল।”

এ্যানি আরও বলেন, “কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতি আস্থা রাখেনি। তবে বর্তমান কর্মকাণ্ড ছাত্রবান্ধব। আগামী দিনে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল একক ম্যান্ডেট পাবে। ছাত্রদলের নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে, তাদের কল্যাণে কাজ করতে হবে এবং তাদের প্রত্যাশিত রাজনীতি চর্চা করতে হবে। হেলমেট বাহিনীর স্টাইলে রাজনীতি করা যাবে না। নতুন কৌশল অবলম্বন করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূইয়া এবং অন্যান্যরা।

এসএইচ 

Link copied!