লক্ষ্মীপুরে বিএনপির মনোনয়ন পেলেন খায়ের ও এ্যানি 

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:০৮ পিএম
লক্ষ্মীপুরে বিএনপির মনোনয়ন পেলেন খায়ের ও এ্যানি 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জন্য মনোনয়ন পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন। 

এছাড়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের মনোনয়ন পরবর্তীতে ঘোষণা করা হবে। 

আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য। 

নাম ঘোষণার পরপরই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। 

এসএইচ

Link copied!