বরগুনা-১ আসনে নজরুল মোল্লার মনোনয়নে বাগড়া দিতে চায় মতিউর

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:৫২ পিএম
বরগুনা-১ আসনে নজরুল মোল্লার মনোনয়নে বাগড়া দিতে চায় মতিউর

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার রাজনৈতিক মাঠে উত্তেজনা বাড়ছে। বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তবে মনোনয়ন বঞ্চিত দুই বারের সংসদ সদস্য মতিউর রহমান তালুকদারের অনুসারীরা তাকে প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে দেখতে চাইছে।

মতিউর রহমান তালুকদারের অনুসারীরা আশাবাদী দল শেষ পর্যন্ত তার দিকে মনোনয়ন দিতে পারে। তারা দাবি করছে, আমতলী ও তালতলী উপজেলার মানুষ এবার শেষ বারের মতো জোট বেধে তাকে বিজয়ী করবে। তবে বিএনপির নেতৃত্ব শক্তিশালী প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দিয়েছে।

তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, মতিউর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় নয় এবং শারীরিকভাবে অসুস্থ্য। দলের সিদ্ধান্তে নজরুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, বিএনপি যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। মতিউর রহমান তালুকদার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

নজরুল ইসলাম মোল্লা মনোনয়ন ঘোষণার পর হাট-বাজারে গণসংযোগ শুরু করেছেন। তিনি বলেছেন, বরগুনাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। জনগণ ও নতুন প্রজন্মের আস্থা রয়েছে। নির্বাচনে তিনি বিজয়ী হয়ে উন্নয়ন, গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠার লড়াই চালাবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতিউর রহমান তালুকদারের সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী হওয়ার খবর নজরুল ইসলাম মোল্লার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বরগুনা-১ আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখ বারো হাজার ৬০৩ জন। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলায় ভোটারদের মধ্যে নারী ভোটার সামান্য বেশি।

মূল কেন্দ্রে বিএনপির নেতা কর্মীরা মনোনয়ন ঘোষণার পর মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে মতিউর রহমান তালুকদারের অনুসারীরা দলকে রাজি করানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক মহলে আশা করা হচ্ছে, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দলের সিদ্ধান্তকে মান্য করে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকবে।

এসএইচ 
 

Link copied!