ছবি: প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগ ওঠার পর নবজাতকের মরদেহ জঙ্গলে ফেলা হয়। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নবজাতকের মা মোছা. নার্গিস আক্তার (৩৫) এর স্বামী রহমত আলী দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে প্রবাসে আছেন। তাদের একটি ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। প্রায় এক বছর আগে নার্গিসের সঙ্গে তার ফুফা-শ্বশুরের ছেলে মো. শাহ আলম (২৫)-এর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ জানায়, গর্ভাবস্থার সাত মাস পূর্ণ হওয়ার পর তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুরে শাহ আলম জোরপূর্বক নার্গিসকে গর্ভপাতের ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ার পর পেটব্যথা শুরু হলে তিনি দেবরের শ্বশুরের বাড়িতে যান, যেখানে ধাত্রী হাসিনা আক্তারের সহায়তায় তিনি মৃত নবজাতকের জন্ম দেন। পরে নবজাতকের মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নবজাতকের মা’কেও চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :