ফখরুলের বক্তব্য শহীদদের রক্তের সঙ্গে বেইমানির নামান্তর: মাসুদ

  •   বাউফল প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৫:২৭ পিএম
ফখরুলের বক্তব্য শহীদদের রক্তের সঙ্গে বেইমানির নামান্তর: মাসুদ

ছবি: প্রতিনিধি

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাহিরের নেতা দিয়ে এ দেশ চলবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট কার্যকলাপের মামলা তুলে নেওয়ার যে বক্তব্য কেউ কেউ দিয়েছেন, তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার নামান্তর।

বুধবার সকাল সাড়ে ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়ন বাংলাবাজার সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত একটি সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. মাসুদ বলেন, যারা বাহিরের নেতা দিয়ে দেশ চালানোর কথা ভাবছেন, তারা বুঝতে পারছেন না যে এ দেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। তিনি আরও বলেন, তারা তাদের নেতাকে নিরাপত্তা দিতে পারছে না, তাই তিনি দেশে আসতে পারছেন না। নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রক্ত দিয়ে এ দেশের মানুষকে নিরাপত্তা দেবে।

ড. মাসুদ অবিলম্বে গণভোটের দাবি জানিয়ে সরকারের কাছে আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেন, নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে, নতুবা যমুনায় লংমার্চ করবে এ দেশের জনগণ। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের জনগণ আর কোনো প্রকার প্রহসন মেনে নেবে না এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

বক্তব্য শেষে তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, শিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল, বাউফল ফাউন্ডেশনের সচিব অ্যাডভোকেট আবুল কাশেমসহ গণমাধ্যমকর্মীরা।

এসএইচ 

Link copied!