পিরোজপুরে পাওনাদারের বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:১৪ এএম
পিরোজপুরে পাওনাদারের বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের টাকা পরিশোধ না করায় মো. মিজানুর রহমান (৪২) নামের এক যুবককে হত্যা করে নিহতের মুখে বিষ দিয়ে নাটকীয় কাণ্ডের তথ্য পাওয়া গেছে। 

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ী থেকে মিজানুর রহমানের মরা দেহ উদ্ধার করে পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ী থেকে লাপাত্তা। মঙ্গলবার শাশুরীর মৃত্যুর সংবাদে মিজান বাড়ীতে আসলে ট্রলারের মালিক মহারাজ সংবাদ পেয়ে কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মটর সাইকেলে উঠিয়ে নিয়ে মহারাজের বাড়ীতে আটকিয়ে রাখে। 

অভিযুক্ত মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তবে নিহতের স্ত্রী শাহিনুর বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে কয়েকজন ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে। পরে তারা বিষ খাওয়ার নাটক সাজিয়েছে।” 

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত খালেক শেখ, তার ছেলে মহারাজ ও শাহীন বর্তমানে পলাতক রয়েছে।
এম

Link copied!