ছবি: প্রতিনিধি
জনগণের রায় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আশাশুনিকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতা কাজী আলাউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।
এসময় উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
কাজী আলাউদ্দিন বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থেকে উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনবে।
তিনি আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, প্রতিটি মসজিদ-মন্দিরের সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি জোরদারেরও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণের উপকূলীয় এই অবহেলিত অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে জাতীয়তাবাদী আদর্শের সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য কাজী আলাউদ্দিনের হাতকে শক্ত করার আহ্বান জানান তারা।
এসএইচ
আপনার মতামত লিখুন :