সাতক্ষীরা-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৭:৪৫ পিএম
সাতক্ষীরা-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতা-কর্মীরা শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বেলা সাড়ে ১১টায় সংগীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় আশাশুনি–সাতক্ষীরা, যশোর–সাতক্ষীরা ও খুলনা–সাতক্ষীরা রুটে তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভে নারী ও পুরুষ উভয়ই অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন ঘোষণার ফলে তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ। তারা বলেন, জনপ্রিয় নেতা তাজকিন চিশতীকে বাদ দিয়ে প্রার্থী দেওয়ায় দলের ত্যাগী কর্মীদের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিক্ষোভে পৌরসভার সাবেক কাউন্সিলর অজিয়ার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!