এইচএসসিতে ফেল থেকে রাজশাহীতে পাস করলেন ৫৩ শিক্ষার্থী

  • রাজশাহী ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:৫৪ পিএম
এইচএসসিতে ফেল থেকে রাজশাহীতে পাস করলেন ৫৩ শিক্ষার্থী

ফাইল ছবি

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন পরীক্ষার্থী।  রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক উচ্চ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

এতে দেখা গেছে- এ বছর ২৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মাত্র ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফলাফল পরিবর্তনের পরে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এ বছর ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন। 

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, সকাল দশটার দিকে শিক্ষাবোর্ডর ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এবছর ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।

বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।

এসএইচ 
 

Link copied!