ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা উজলপুর সড়কে শনিবার ভোর ৫ টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল লুট করতে চেষ্টা করলে সাহসী এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত দলের এক সদস্যকে আটক করে।
আটক ডাকাত রাজু, ২৮, সদর উপজেলার বেলগাছি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার কাছ থেকে একটি দেশি অস্ত্র, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অন্য ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী রাজুকে গণধোলাই দিয়ে দর্শনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ জানান, আটক রাজু একজন পেশাদার চোর এবং এর আগেও বিভিন্ন ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত ছিল।
এসএইচ
আপনার মতামত লিখুন :