চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১১:৩৭ এএম
চুয়াডাঙ্গায় যুবককে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গা সদরে আশাবুল হক নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মরদেহের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সোমবার (০১ নভেম্বর) রাতে কোনো এক সময় বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহেল (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার আশাবুল হকের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, সোহেল ও তার পিতা আশাবুল হক মিলে চুয়াডাঙ্গা বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে খেজুর গাছ কাটতো। পাশেই বেলগাছি জোয়ারদার পাড়ার পাড়ার ফারুকের পেয়ারা বাগান। সোহেল ফারুকের পেয়ারা গাছের ডাল ভেঙেছে এমন কথা বলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।  সে সময় ফারুক সোহেলকে মেরে গুরুতর আহত করে। এরই জের ধরে সোমবার রাতের যেকোনো সময় ফারুক তার লোকজন নিয়ে সোহেলকে মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়া হত্যা করে।

সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে আসলে দেখে সোহেলের রক্তাত্বক মরদেহ পড়ে আছে ভুট্টা খেতে।

পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
এম

Link copied!