দুধ ঢেলে গোসল করে বিএনপি ছাড়ার ঘোষণা যুবদল কর্মীর

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৩৭ পিএম
দুধ ঢেলে গোসল করে বিএনপি ছাড়ার ঘোষণা যুবদল কর্মীর

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে যুবদলের এক কর্মীর দুধ ঢেলে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের ফেসবুক আইডি থেকেই ভিডিওটি আপলোড করে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও প্রশ্ন উঠেছে।

রোববার সকালে কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দুধ ঢেলে গোসল করার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান না।

ভিডিওতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, জীবন থেকে রাজনীতি পুরোপুরি মুছে ফেললাম। জীবনের সবটুকু ব্যয় করেছি রাজনীতির পেছনে। আর কোনোদিন রাজনীতি করব না। তিনি বলেন, কারও জীবনে যদি টাকা, প্রভাবশালী মামা-খালু বা শ্বশুরবাড়ির ক্ষমতার সমর্থন না থাকে, তাহলে রাজনীতি করা উচিত নয়। তা না হলে তাঁর মতো দুরবস্থা হতে পারে।

হোসেন মিয়া জানান, দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে তিনি হতাশ ও বিরক্ত ছিলেন। সব মিলিয়ে দলীয় পরিবেশ তাঁকে রাজনৈতিক জীবন থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

স্থানীয় সূত্র জানায়, কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা হোসেন মিয়া দীর্ঘদিন ধরে যুবদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত ছিলেন। তাঁর এই আকস্মিক ঘোষণা এবং ভিডিওর ভঙ্গি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান গণমাধ্যমকে বলেন, ভিডিওটি দেখে তিনি বিষয়টি জেনেছেন। এখনই কিছু বলতে চান না। পরে হোসেন মিয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত জানবেন বলে তিনি জানান।

স্থানীয় পর্যায়ে দুধ দিয়ে গোসলের এই ভিডিও সমালোচনা, কৌতুক এবং সহানুভূতি—তিনই বাড়িয়ে দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ বলছেন, কেউবা রাজনৈতিক সংস্কৃতির নৈতিক অবক্ষয় হিসেবে দেখছেন। তবে একটি বিষয় পরিষ্কার—হোসেন মিয়ার এই অসাধারণ ঘরানার ঘোষণা রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এসএইচ 

Link copied!