এমপি হতে মনোনয়ন কিনেই কারাগারে যুবলীগ নেতা কুটি মিয়া

  • মাগুরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৫৮ পিএম
এমপি হতে মনোনয়ন কিনেই কারাগারে যুবলীগ নেতা কুটি মিয়া

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া। সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া মাগুরা জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোমবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিন দুপুর ২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল আল মাহমুদের কার্যালয় থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এমবি বাকের মাগুরা-২ আসনের জন্য মনোনয়ন নেন। বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের পর কুতুবুল্লাহ কুটি বলেন, তিনি আগে শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তবে প্রায় ১০ বছর আগে সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। ২০১৪ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দেশে যে পরিবর্তন এসেছে, সেই প্রেক্ষাপটেই তিনি এবার নির্বাচনে অংশ নিতে চান এবং একটি নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিথুন রায় চৌধুরী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। বিগত দিনের তুলনায় এই নির্বাচন সবার কাছে বেশি গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জামায়াত প্রার্থী এমবি বাকের জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং সবকিছু ঠিক থাকলে তারা বড় ব্যবধানে জয়ী হবেন।

তবে মনোনয়ন সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই কুতুবুল্লাহ কুটির নির্বাচনী প্রস্তুতিতে ছেদ পড়ে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, মাগুরায় মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে সোমবার মোট চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে মিথুন রায় চৌধুরী, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ও এমবি বাকের এবং মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া।

এসএইচ 
 

Link copied!