ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণার সময় দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাধ্যমে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, বুধবার বিকেল তিনটায় দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে পুলিশ সন্দেহ করে। পরবর্তীতে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে ছিলেন। দুজন সন্দেহভাজন আটক হওয়ার পর তাদের পরিচয় যাচাই করে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।
নির্বাচনী পরিবেশের মধ্যে এই ধরনের সতর্ক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে পুলিশ নিশ্চিত করছে যে প্রচারণা স্বচ্ছ ও নিরাপদভাবে চলবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :